২৬ সেপ্টেম্বর বেলা ১১:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। এসময় চবি নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং নব-নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর এ. বি. এম. আবু নোমান, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মনজুরুল আলম, প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, ড. এস এম শাহাদাত আল সাজীব ও প্রফেসর ড. এ. কে. এম. রেজাউর রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্য চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা জানান। চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে তাঁদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনায় চবি শিক্ষক সমিতিসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে প্রাণঢালা অভিনন্দন জানান। সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।