চট্টগ্রাম সিটি এলাকায় বাসে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন। মহানগরীতে চলাচলরত বাস মিনিবাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী সভা কাজীর দেউরীস্থ আলমাস ভবনে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্বে করেন তরুণ দাশ গুপ্ত ভানু।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অত্বার মাগফিরাত কামনা এবং আহদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় বৈষম্য বিরোধী আন্দোলন নিহত ছাত্রদের আত্মত্যাগের প্রতি সম্মান করে আগামী ২৮ সেপ্টেম্বর হতে চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস মিনিবাস ও সকল গণপরিবহনে ছাত্রদের ভাড়া হাফ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম সমু,মোহাম্মদ কমিমুল্লাহ,জাফর আহম্মদ, আকরাম শেখ, বদিউল আলম মজুমদার বাদল,মোহাম্মদ শাহাজাহান,সিরাজ উল্লাহ নিপু,শহীদ নাঈম সুমন,এনায়েতুর রহিম,টিটু তালুকদার, হাসমত আলী,নুরুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।
সিদ্ধান্তগুলো হচ্ছে—
১. ২৮ সেপ্টেম্বর থেকে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে ছাত্রদের হাফ ৫০% ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন কার্যকর হবে।
২. হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
৩. এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।