অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তা সফিজুল ইসলামসহ মোট ৪৭ জন কর্মকর্তাকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে ১২ জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, গত ২৭ আগস্ট সদ্য পদোন্নতি পাওয়া রায়হান উদ্দিন খান চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে এসপি করা হয়।