চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

111

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
spot_img

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে আয়োজিত গায়েবানা জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, প্রবীন সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, সিএমইইজে’র সাবেক সভাপতি শামসুল হক হায়দরী।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমীন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ট কন্ঠস্বর। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বিতাড়িত ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রবীন আইনজীবি মফিজুল হক ভূইয়াঁ, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, চট্টগ্রাম মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ উল্যাহ, ডক্টরস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ডা. সারওয়ার আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিএমইউজে সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী। সমাবেশ শেষে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

 

Advertisement
spot_img