রাঙামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস-কেপিএম এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শহীদ উল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেছেন। এর আগে তিনি চট্টগ্রামে রাঙ্গাদিয়া সিইউএফএল এর অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বন) এর দায়িত্ব পালন করেন।
নব নিযুক্ত কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কেপিএম এর উর্ধতন কর্মকর্তা মঈদুল ইসলাম, আবুল কাশেম, আল মাহামুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি আবু সরোয়ার সহ কেপিএম এর বিভিন্ন বিভাগীয় শাখা প্রধান, কর্মকর্তা, কর্মচারীরা।