বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাধীনতা ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধস্থান চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার’র সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী সদস্য, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন, তরুণ দল ডবলমুরিং থানা শাখার আহবায়ক আবদুস সালাম টিপু, কোতোয়ালী থানা আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম টুটুল, মোহাম্মদ ই¯্রাফিল, রাশেদুল আলম রাশেদ, জাফর সাদেক সুমন, সদরঘাট থানার যুগ্ম আহবায়ক রমজান আলী, মোমিন মাতব্বর, মোহাম্মদ আলী, মোহাম্মদ কাদের, মোহাম্মদ সানী সরকার, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ দ্বীন ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম মহানগরের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড-থানা পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলাদা আলাদা শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।