রাঙামাটিতে বৈঠকে তিন উপদেষ্টা

74

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন সরকারের তিন উপদেষ্টা। এর আগে তারা হেলিকপ্টারযোগে রাঙামাটিতে পৌঁছান।

Advertisement
spot_img

রাঙামাটিতে সেনা রিজিয়নের প্রান্তিক হল রুমে আইন শৃংখলা সংক্রান্ত বৈঠক চলছে। এর আগে বেলা ১২টায় তারা রাঙ্গামাটি বিজিবি সেক্টরে আসেন। ১২টা ৪০ মিনিটে এ মিটিং শুরু হয়।

বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফনেন্ট্যান জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ ও পার্বত্য মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রয়েছেন।

এসময় রাঙ্গামাটির চট্টগাম রেঞ্জের জিওসি, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এদিকে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আজ শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে গতকাল শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়।

Advertisement
spot_img