মানসম্মত শিক্ষা ব্যবস্হা তৈরি করতে অভিভাবকদের প্রতি আহ্বান আসলাম চৌধূরীর

258

অভিভাবকত্ব একটি বড় দায়িত্ব, যেখানে সন্তানের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য সঠিক নির্দেশনা ও সমর্থন প্রদান করা হয়। এই নিবন্ধে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, তাদের সন্তানদের সফল ও সুখী জীবন গঠনে সহায়ক হবে। আমাদের
প্রতিটি ছেলে মেয়ের জীবণে সুন্দরতম মুহুর্ত ও মনুষ্যত্বের বিকাশসহ সন্তানের ভবিষ্যতে সফলতার পেছনে পরিবারের অভিভাবকদের ভূমিকার কোন বিকল্প নেই। তাই আপনার সন্তান-সন্তানাদির লালন পালনে, শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে – তাকে সর্বদা যেকোন পরিস্থিতিতে সাধ্য অনুযায়ী সাপোর্ট করে যাবেন। তার পথ প্রদর্শক হবেন। শৃঙ্খলা একটি সন্তানের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এটি তাদের সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা এবং সামাজিক আচরণে সহায়তা করবে। অভিভাবকদের উচিত সন্তানদের শৃঙ্খলিত জীবনযাপনের প্রয়োজনীয়তা বোঝানো। আপনার সন্তান যদি স্কুলে খারাপ ছাত্র হয় তাহলে হতাশ না হয়ে আপনি অভিভাবক হিসেবে তাকে পড়ার টেবিল নিয়মিত বসাবেন। দেখবেন সেই খারাপ ছাত্র একদিন পড়ালেখায় মনযোগ ফিরে আনবে এবং সব ক্ষেত্রে সফল হবে বলে মন্তব্য করেন বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব, অধ্যাপক মোঃ আসলাম চৌধূরী এফসিএ।
তিনি আজ ১৫ সেপ্টেম্বর, ফৌজদার হাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আলোচনা করেন।
ফৌজদার হাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রিদুয়ান শাহরিয়ার এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, শিক্ষিকা নাসরিন আকতার, রাজনীতিবিদ ও প্রাক্তন ছাত্র মোরসালিন,মহিউদ্দিন,জাহিদুল হাসান,জুয়েল চৌধুরী,ইমতু প্রমূখ।

Advertisement
spot_img

 

Advertisement
spot_img