রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনালে ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব

73

মাঠের লড়াই ডেস্ক : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট র তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ সেমিফাইনালে নেমা ফুটবল একাডেমী, আগ্রাবাদ কে ২-০ গোলে হারিয়ে ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব ফাইনালে উত্তীর্ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন আকতার ও বেনজী।

Advertisement
spot_img

শুক্রবার হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে খেলা শেষে জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মো: আলমগীর এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ম্যান অব দ্যা সেমিফাইনাল আকতারের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এর সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি মো: জাফরুল আলম চৌধুরী, সিনিয়র সদস্য মনিরুল ইসলাম চৌধুরী, জাগৃতির হিসাব নিরীক্ষক মো: গিয়াস উদ্দিন, জাগৃতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক সহ টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো: জাফর, সদস্য সচিব মো: সোহেল রানা,সহ- সদস্য সচিব আরফানুল হক বাদল,যুগ্ম আহ্বায়ক ইসমাইল জসিম, নাছিরুল আলম হেজাজী, সেলিম চৌধুরী মানিক সহ টুর্নামেন্ট কমিটির সদস্যগণ ও কার্যকরী পরিষদ এর সদস্যবৃন্দ।

Advertisement
spot_img