মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি কক্সবাজারে, নিম্নাঞ্চল প্লাবিত

66

মৌসুমি বায়ুর প্রভাবে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ২৪ ঘণ্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টির ফলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Advertisement
spot_img

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৫০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান।

তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৫০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।

এদিকে অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে বন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশকিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় ২৪ ঘন্টায় পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী জানিয়েছেন, পাহাড় ধসে নিহতদের ক্ষতিপূরণ দেয়া হবে।

Advertisement
spot_img