ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা শবন বুবলী। সম্প্রতি তাকে জড়িয়ে নেতিবাচক খবর প্রকাশ্যে আসে। এমন বিতর্কের মাঝেই সুখবর দিলেন বুবলী। প্রায় আট মাস পর নতুন সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী।
Google news
মেহেদি হাসানের ‘নীল টিপ’ সিনেমায় দেখা যাবে বুবলীকে। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। এতে বুবলীর নায়ক হিসেবে টিভি নাটকের একজন অভিনেতাকে দেখা যাবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
নির্মাতা মেহেদি হাসান বলেন, ‘বুবলীর সঙ্গে আমরা ছোট পর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে সিনেমাটির গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা নির্মিত কম হয়। একটা সময় শাবানা ম্যাডামের ওপর সিনেমা নির্মিত হতো। আমিও এই সময়ে এসে বুবলীর ওপর বাজি ধরতে চাই।’
বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’। ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গান বাংলার তাপসের সঙ্গে নাম জড়িয়ে বুবলীর নেতিবাচক সংবাদ প্রকাশ্যে আসে।