ফরেস্ট-ষোলশহর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

76

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পিলখানা-ফরেস্ট-ষোলশহর ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা ৮ নং ষোলকবহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন’র সভাপতিত্বে, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব মুহাম্মদ তারেক রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ মুছা, মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাউল করিম বাবলা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন সেলিম, শহীদুল ইসলাম কুট্টি, হিন্দু-বৌদ্ধ- খৃষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক সুজন দাশ, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য হাসান চৌধুরী তোফা, ফরেস্ট ইউনিট বিএনপি নেতা আলমগীর হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, এস.এম আবু ইউসুফ, আবুল হাশেম, মুরাদপুর ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ খোকন, ষোলশহর বিএনপি নেতা কামরুল ইসলাম, কমার্স কলেজ ছাত্রদল নেতা এমদাদ ফারাভী, পিখলানা ইউনিট জাবেদ হোসেন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ শফি, মোহাম্মদ লিটন, মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ মহিবুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ সালাউদ্দিন, আবুল বাশার, আবু মানিক, হাকিম উদ্দিন. আব্দুল হালিম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আমির, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ ইকবাল প্রমুখ। এসময় বক্তারা বলেন, যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অথবা কোন বিএনপি’র ছত্রছায়ায় চাঁদাবাজী-সন্ত্রাসী-অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততা বা কোন নিরীহ মানুষকে হয়রানীসহ অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান এবং দলের কঠোর সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, দুষ্কৃতিকারী ও পালিয়ে যাওয়া স্বৈরাচারীনি খুনি হাসিনার দোসরেরা উৎপেতে আছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে। দেশের জনগণের জান-মাল রক্ষা এবং সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমিক পাহারাধার হিসেবে নিরলসভাবে ভূমিকা রাখার আহবান জানান।

Advertisement
spot_img
Advertisement
spot_img