হাটহাজারী পৌর প্রশাসকের সাথে বৈষ’ম্য বি’রো’ধী ছাত্রদের মতবিনিময়

82

হাটহাজারী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন রিম্মি’র সাথে বৈষ’ম্য বি’রো’ধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
spot_img

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাটহাজারী পৌরসভা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাটহাজারী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বখতিয়ার উদ্দিন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, উপ-সহকারী প্রকৌশলী কৌশল বড়ুয়া নিহার, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জাফর, পৌরসভার প্রধান সহকারী মোঃ শাহাব উদ্দিন, কনভেন্সি সুপারভাইজার মনোয়ার হোসেন, হাটহাজারী জাগৃতি ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, সদস্য মোহাম্মদ রাশেদ, উজ্জীবন ক্লাবের সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, বৈষ’ম্য বি’রো’ধী ছাত্র আ’ন্দো’লনের কেন্দ্রীয় সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমন্বয়ক মোহাম্মদ আলী উবাইদুল্লাহ এবং বৈষম্য বি’রো’ধী ছাত্র আ’ন্দো’লনের হাটহাজারী উপজেলার ছাত্র প্রতিনিধি যথাক্রমে – ওয়াসিবুল ইসলাম, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমানউল্লাহ, সামিন রহমান, ইব্রাহিম, আকরাম সবুজ, মুরসালিন,এমরান,আশরাফ রকি,মাহিন, সানি।

ছাত্রদের দাবিতে জানা গেছে, হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড, কাচাড়ী সড়ক, কলেজ গেইট এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা, দখলদারিত্ব, চাঁদাবাজি, রাস্তায় অবৈধ যত্রতত্র পার্কিং বন্ধের দাবি জানান। হাটহাজারী বাসস্ট্যান্ড – রাঙ্গামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও কাচাড়ি সড়কে যানজট নিরসন ট্রাফিক বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান।

হাটহাজারী পৌর সদর এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এবং অনিয়ম- দুর্নী’তি ও নানা বিষয়ে ছাত্ররা পৌর প্রশাসকের সাথে আলোচনা করেন। তাদের এইসব দাবি ও বিভিন্ন বিষয়ে গুলো পূরণের আশ্বাস দেন পৌর প্রশাসক।

Advertisement
spot_img