বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।
রোববার দুপুরে সাতক্ষীরায় বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভিডিও বার্তায় যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
দুপুরে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে যোগ দেন খুলনা ও এর আশেপাশের এলাকার বিএনপি নেতাকর্মীরা।
তারেক রহমান বলেন, ‘সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাহিরে ছিল, তাদের সে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না, এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক।’
তারেক রহমান আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে। এসব দলের নেতারা একটা প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর মতো কথা বলছে।’