অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৪ ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে BGCC এর প্রাঙ্গণে আসন্ন ১০ম KSRM গলফ টুর্নামেণ্ট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কর্নেল ইমরুল কায়েস ও BGCC এর ভাইস চেয়ারম্যান জনাব, এম এ রহিম, সালমান ইস্পাহানি সহ অনান্য কর্মকর্তা এবং KSRM এর পক্ষে মনিরুজ্জামান রিয়াদ (হেড অফ ব্রান্ড), সৈয়দ তানভিরুল হাসান, মিজান উল হক, আশরাফুল ইসলাম উপস্তিত ছিলেন।