রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

185

পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা ও রাউজান পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার বিনাজুরী শ্রী শ্রী দয়াময়ী কালি বাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি কমলেন্দু শীলের সভাপত্বিতে অনুষ্ঠিত এই দ্বি-বাষিক সম্মেলনের উদ্বোধন করেন বিনাজরী শ্রী শ্রী দয়াময়ী কালী মন্দিরের পূজারী মানিক চক্রবর্তী। সম্মেলনে বক্তব্য রাখেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীমতি রূপালী সরকার, পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি অর্জুন কুমার নাথ, প্রদীপ শীল, রাজীব সিংহ, রিটন শীল, মিটন মহাজন, প্রনব দাশ, সত্য রঞ্জন দাশ, সৈকত রায়, অভি শীল, ডা: বাবুল শীল, গৌতম বিশ্বাস, উৎপল শীল, টিটু মুহুরী, প্রিতম সরকার, অশোক সিংহ, শৈবাল রায়, সজীব চক্রবর্তী, অনুপম চৌধুরী, কাজল চৌধুরী, শ্রীকান্ত চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, রনি মুহুরী, গৌরভ বিশ্বাস, আকাশ শীল, কার্তিক শীল, অমলেন্দু মহাজন, উজ্জ্বল দাশ, রূপম চক্রবর্তী, সাধন মহাজন, রবি দাশ প্রমুখ।

Advertisement
spot_img

সন্মেলনে সর্বসম্মতি ক্রমে কমলেন্দু শীলকে সভাপতি ও বিপুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী সাত দিনের মধ্যে পৌরসভা কমিটি ও উপদেষ্টা পরিষদের নতুন কমিটি গঠন করা হবে।

Advertisement
spot_img