সীতাকুন্ড উপজেলা প্রশাসনের সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর মতবিনিময়

533

সীতাকুন্ড  উপজেলার প্রশাসনের সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টা সীতাকু- উপজেলার মিলনায়তনে দেশের পরিস্থিতি নিয়ে সীতাকু- উপজেলার, সলিমপুর, ভাটিয়ারী, কুমিরা বাঁশবাড়িয়া , বাড়বকু-, মুরাদপুর,বারৈয়ারঢালা, সৈয়দপুর ইউনিয়নের খোঁজ খবর নেন লায়ন আসলাম চৌধুরী এফসিএ। এইদিকে সরকারি প্রশাসনকে সার্বিক সহায়তা করার জন্য বিএনপির নেতা কর্মীদের কে বলেন । বিএনপির নেতা কর্মীরা সরকারি কর্মকর্তা দের পাশে ছিল থাকবে সহযোগিতা করে যাবে। সীতাকু- উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সীতাকু- উপজেলা নিবার্হী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।

Advertisement
spot_img
Advertisement
spot_img