বাংলালিংক বলছে, আনুষ্ঠানিকভাবে তারা এখনো পাওনা দাবির বিষয়ে বিটিআরসির কোনো চিঠি পায়নি। তবে অপারেটরটির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বলছেন, বিটিআরসির সঙ্গে একাধিক আলোচনায় তাদের মূল আপত্তির জায়গা ছিল বিলম্ব ফি। কারণ তারা বিলম্বের জন্য নিজেদের দায়ী মনে করছেন না। আর ভ্যাটের বিষয়টি আদালতে রয়েছে।
বাংলালিংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বিটিআরসিসহ সংশ্লিষ্টদের পাওনা বাংলালিংক নিয়মিত পরিশোধ করে আসছে। আমরা চাই নিয়মিত অডিট হোক। বিটিআরসি নিয়মিত অডিট করলে নিয়মিতভাবে আপত্তির জায়গাগুলো মীমাংসা হয়ে যেত, দেনা-পাওনার কোনো বিলম্ব থাকত না।’ বিলম্ব ফির বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে বিবেচনার আশা করছেন বলে জানান ওই কর্মকর্তা।
আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে গুরুত্ব দিতে চান বলেও জানান তিনি।