চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরিও শান্তি ও বিশ্ববন্ধুর পদকপ্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২২ মে সন্ধ্যায় সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান আলোচক ছিলেন সর্বভারতীয় লোকসংস্কৃতি পরিষদের সর্বভারতীয় সভাপতি কবি ও সাহিত্যিক মন্টু দাস।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচক ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া, পশ্চিমবঙ্গ থেকে কবি সর্বভারতীয় লোকসংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ড. অমিত চট্টোপাধ্যায়, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুর”ল ইসলাম জহুর, নাট্যজন সজল চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.বাসন্তী প্রভা পালিত, পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিক গোপাল চন্দ্র দাশ, সঙ্গীত শিল্পী জয়শ্রী সিনহা, ত্রিপুরা বিশিষ্ট কবি নিভা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি লায়ন এম.সবুর, সংগঠক লায়ন সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পী রীমা দে, সঙ্গীতশিল্পী বনানী সরকার, সঞ্চিতা রায়, কবি দীনদয়াল দে, কবি আশীষ সেন, আবৃত্তিশিল্পী দিলর”বা খানম ছুটি, মহানগর যুবলীগনেতা এড. টিপু শীল জয়দেব, সংগঠক পরিমল দত্ত, কবি সজল দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, রাজনীতিক স্বপন সেন, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, অধ্যাপক পিন্টু ঘোষ, জাহাঙ্গীর হোসেন, লূপর্ণা মূৎসুদ্দী, আবৃত্তিশিল্পী সোমা মূৎসুদ্দী, শবনম ফেরদৌসী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কবি মনজুর আলম, শাহাদাত হোসেন ফিরোজ, নিলয় দে, সিমলা চৌধুরী, নাছির হোসেন জীবন, ছাত্রনেতা মনজুর আলম, ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, মোঃ মহিউদ্দীন হেলাল, তবলাশিল্পী কানুরাম দে, অনামিকা বড়ুয়া, মোঃ জামাল হোসেন, আখতার উদ্দীন, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ হৃদয় প্রমুখ। সভায় বক্তারা বলেন বিশ্ব শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্ভীক কারী বঙ্গবন্ধু মুজিব। বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত ও শোষণ বঞ্চনার শিকারে বিপন্ন জনগণের অধিকার আদায়ে তৎকালীন সময়ে জীবন্ত কিংবদন্তি আজীবন সংগ্রামী বিশ্বনেতা বঙ্গবন্ধু। স্বীকৃতি স্বরূপ পেলেন জুলিও কুরি শান্তি পদক এবং বিশ্ববন্ধু খেতাব।