এর আগে, রাত পৌনে ৯টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করে। প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড় হয়। জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দালালির ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ নানা স্লোগান দেন।
তখন এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ড মাইকে বলেন, স্বৈরাচারের দালালদের প্রতিহত করা হবে। সবাই টিএসসিতে আসুন। খবর এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে স্বৈরাচারের দালাল কিছু আনসার সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ আনসারের মুখোশে ফিরে আসছে। স্বৈরাচারের দালালদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া যাবে না। আমরা সচিবালয়ে গিয়ে এদের প্রতিহত করব।