দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি শেখ মহিউদ্দিন বাবু বলেন এদেশের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার ক্ষমতা কারও নেই। শেখ হাসিনা আমাদের অস্তিত্ব। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আজকে যখন বাংলাদেশের মানুষ সুখের স্বপ্ন দেখছে, মানুষ সুখে আছে, শান্তিতে আছে সেই সময় আবারও সেই পরাজিত শক্তি, সেই খুনি জিয়ার দল বিএনপি-জামাতকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিদেশী কিছু রাষ্ট্র। এই হুমকির বক্তব্য শুধু জেলা পর্যায়ে একজন নেতার বক্তব্য নয়, এটি দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। সেটির মধ্য দিয়ে তাদের নীলনকশা প্রণয়ন ও কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত। অবিলম্বে হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।