আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে উ সর্বসম্মতিক্রমে একটি সর্বোচ্চ পরিষদ,শূরা কমিটি গঠন করা হয়।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি এবং আলজামিয়া আল ইসলামিয়া পটিয়ার চদরে মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাবুনগর মাদরাসার মুহতামিম,আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজি আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ,জামিয়া পটিয়া মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী, জামিয়া পটিয়ার শাইখে সানি আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, ঢাকাস্থ বসুন্ধরা মাদরাসার মুহতামিম আল্লামা আরশাদ রহমানী, নানুপুর মাদরাসার মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরি, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা একরাম হোসাইন ওয়াদুদী, ইত্তেহাদুল মাদারিসের সহকারী মহাসচিব আল্লামা আব্দুল জলিল কওকব, ইত্তেহাদুল পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতি জসিমুদ্দিন কাসেমী, ইত্তেহাদ‘র অর্থসচিব মাওলানা মুহসিন আমিনসহ ইত্তেহাদুল মাদারিসের সকল দায়িত্বশীরা।
সভায় ঢাকা, বসুন্ধরা, ফেনী, নোয়াখালী, মিরসরাই, নানুপুর, বাবুনগর, চট্টগ্রাম, চকরিয়া, মহেশখালী, ঈদগাহ, কক্সবাজার, উখিয়া—টেকনাফসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫ শতাধিক মাদরাসার মুহতামিম ও শিক্ষা পরিচালকসহ শহস্রাধিক লোক এতে অংশ নেন।
সর্বোচ্চ পরিষদ গঠন :
সর্বোচ্চ পরিষদের নেতৃবৃন্দরা হলেন পটিয়া জামিয়া ইসলামিয়া মাদরাসার প্রধান মুফতি ও শাইখুল হাদিস
আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ, ইসলামিক রিচার্স সেন্টার বসুন্ধরা ঢাকার মুহতামিম মুফতি আরশাদ রহমানী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলাম সালাহউদ্দিন নানুপুরী, শায়খে সানী জামিয়া ইসলামিয়া পটিয়ার আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, মুহতামিম জামিয়া ইসলামিয়া পটিয়া মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী, সেক্রেটারি জেনারেল ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি একরাম হুসাইন ওয়াদুদী, জামিয়া ইসলামিয়া জিরি মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব, জামিয়া আজিজিয়া বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুলাহ বাবুনগরী,
শূরা কমিটি গঠন :
আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ (ইত্তেহাদ সভাপতি, পটিয়া মাদরাসা),মুফতি আবু তাহের কাসেমী নদভী (নির্বাহী সভাপতি) মুহতামিম পটিয়া মাদরাসা, আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া ( সিনিয়র সহ-সভাপতি) সহ-সভাপতি মুফতি আরশাদ রহমানী (বসুন্ধরা ইসলামিক রিচার্স সেন্টার, ঢাকা), মাওলানা মুহাম্মদ খোবাইব (জিরি মাদরাসা), মুফতি আব্দুল কাদের (কোদালা মাদরাসা), মাওলানা আব্দুল জলিল (চাম্বল মাদরাসা), মাওলানা শিহাবুদ্দিন (মদুনাঘাট ইউনুসিয়া মাদরাসা), মাওলানা হাজী ইউসুফ (সায়্যিদুস শোহাদা মাদরাসা, রাউজান), মাওলানা শহিদুলাহ মাকসুদ (জামালপুর মাদরাসা, মিরসরাই), মাওলানা হাবিবুল ওয়াহেদ (রাজঘাটা মাদরাসা), মাওলানা নূর আহমদ (পুকুরিয়া মাদরাসা), মাওলানা হাবিবুল্লাহ (দোহাজারি মাদরাসা), মাওলানা আরিফুল্লাহ (ওয়াহিদীয়া মাদরাসা), মাওলানা কাসেম (লালপুল মাদরাসা, ফেনী), মাওলানা জাহেদুল্লাহ বিন ইউনুস (মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া পটিয়া), মাওলানা আহসানুল্লাহ (মাতারবাড়ি মাদরাসা), মাওলানা এমদাদুল্লাহ (খুরুশকুল মাদরাসা কক্সবাজার), মাওলানা আনোয়ার (চিরিংগা মাদরাসা, চকরিয়া), মাওলানা জুনায়েদ (ভুঁজপুর মাদরাসা,ফটিকছড়ি), মাওলানা এনামুলাহ (মানারুল ফুরকান মাদরাসা, টেকনাফ)।
সেক্রেটারি মুফতি একরাম হুসাইন ওয়াদুদী (পটিয়া মাদরাসা), কো-সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল কওকব (পটিয়া মাদরাসা), সহ-সেক্রেটারি মাওলানা নিজামউদ্দিন (চন্দ্রঘোনা মাদরাসা), মাওলানা হাফেজ আব্দুল্লাহ (চা—বাগান মাদরাসা, চকরিয়া), মুফতি আব্দুর রহমান (ইউনুসিয়া মাদরাসা, মিরসরাই), মাওলানা সুহাইব (ইছানগর বায়তুল করীম মাদরাসা), মাওলানা আবু বকর ছিদ্দিক – মুহতামিম আজিমপুর আশ্রাফুল উলুম মাদ্রাসা সন্দ্বীপ। সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বাজী আকতার হুসাইন আনোয়ারী (পটিয়া মাদরাসা), সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন হেলালী (আফজালনগর মাদ্রাসা), মাওলানা ফরিদ (মানারুল হেদায়া মাদরাসা, ঈদগাঁহ), মাওলানা সায়্যিদ নূর (মুহতামিম, ঈদগর চরপাড়া মাদরাসা, রামু, কক্সবাজার), মাওলানা মোস্তফা নুরী –চকুরিয়া, প্রচার সম্পাদক মুফতি সলিমুদ্দিন মাহদী কাসেমী ( পটিয়া মাদরাসা), সহ-প্রচার সম্পাদ মাওলানা রহিমুলাহ (পাহাড়তলী, চকরিয়া), মাওলানা মুজাম্মেল (বহরম পাড়া আজিজিয়া মাদরাসা), মাওলানা আমীর আহমদ (ইবনে আব্বাস লোহাগাড়া মাদরাসা), অর্থ সম্পাদক মাওলানা হারুন (শোলকবহর মাদরাসা), সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুহসিন আমিন (পটিয়া মাদরাসা), অফিস সম্পাদক মাওলানা সাকিব (পটিয়া মাদরাসা), পরিক্ষা নিয়ন্ত্রক মুফতি জসিমুদ্দিন কাসেমী (পটিয়া মাদরাসা), সহকারীপরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা জাফর সাদেক (পটিয়া মাদরাসা), মুফতি এরশাদুলাহ (জিরি মাদরাসা), মাওলানা তৈয়ব (মুহাদ্দিস, শোলকবহর মাদরাসা), মাওলানা নুরুল আবসার (পটিয়া মাদরাসা), পরিদর্শক মাওলানা মুফতি মনসুর সাতকানিয়া, সহকারী পরিদর্শক মাওলানা আবুল কাসেম,পেকুয়া।
‘মজলিসে আমেলা’ মুফতি আবু তাহের কাসেমী নদভী (পটিয়া মাদরাসা), সেক্রেটারি, ইত্তেহাদ। কো-সেক্রেটারী। মুফতি আরশাদ রহমানী, মাওলানা খোবাইব, মাওলানা হাবিবুল ওয়াহেদ, হাজী ইউসুফ, মাওলানা নিজামুদ্দিন (চন্দ্রঘোনা মাদরাসা)। পরীক্ষা কমিটি সেক্রেটারি, কো-সেক্রেটারী, মুহতামিম, পটিয়া মাদরাসা। মুদিরে ইমতেহান মুফতি জসিম উদ্দিন (পটিয়া মাদ্রাসা) মুফতি এরশাদ উল্লাহ (জিরি মাদরাসা), মাওলানা আনোয়ার আযহারী (নানুপুর মাদরাসা), মাওলানা হাবিবুল ওয়াহেদ (রাজঘাটা মাদরাসা)। নেসাব কমিটিতে মুফতি আরশাদ রহমানী (ঢাকা), মাওলানা আবু তাহের কাসেমী নদভী (পটিয়া), মুফতি একরাম হুসাইন ওয়াদুদী (পটিয়া), মাওলানা আব্দুল জলিল কওকব (পটিয়া), মাওলানা খোবাইব (জিরি), মাওলানা মুফতি আব্দুল কাদের (কোদালা), মাওলানা হাবিবুল ওয়াহেদ (লোহাগাড়া)।