লায়ন্স ব্লুমিং স্টার ও বাংলাদেশ ইয়ুথ বিগ্রেড এর কোতোয়ালি থানা পরিস্কার

90

বাংলাদেশ ইয়ুথ বিগ্রেড ও লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের উদ্যেগে কোতোয়ালি থানা পরিস্কার এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত ৫ই আগস্ট থানা কম্পাউন্ড সহ রক্ষিত গাড়ী সমূহ আগুনে পুড়ে যায়। লায়ন্স ক্লাব ও ইয়ুথ বিগ্রেড বিগ্রেড এবং এনায়েত বাজার মহল্লা কমিটির সদস্যরা এই কার্যালয় পরিস্কারে নেমে পড়ে।

Advertisement
spot_img

থানাকে আগের রূপে ফিরিয়ে আনার কার্যক্রমে যোগ দেন। এতে উপস্থিত ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবদুল মালেক, ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও ইয়ুথ বিগ্রেডের ফাউন্ডার লায়ন মোঃ জিয়াউল হক সোহেল, লায়ন হুমায়ুন আহমেদ রাজু, লায়ন মনোয়ার সাদাত এলবিন, আরফাতুর রহমান, আরমান, সাদমান, রিয়াজ, আফনান, তাওসি, নেওয়াজ সহ প্রমূখ। আমাদের এই কার্যক্রম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম ওবায়দুল হক সেকেন্ড অফিসার রনি তালুকদার, এস আই নওশাদ, রুবেল সহ সকলেই ভূয়সী প্রশংসা করেন।

 

Advertisement
spot_img