চীন সফরে আ.লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল

52

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে গেছেন আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল। রোববার রাতে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন নেতারা।

Advertisement
spot_img

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস এবং এ কে ফাইয়াজুল হক রাজু।

এর আগে বৃহস্পতিবার রাতে চীনা রাষ্ট্রদূতের বাসভবনে এক নৈশভোজে অংশ নেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা।

Advertisement
spot_img