প্রধানন্ত্রী কে হত্যার হুমকির প্রতিবাদে আজিমের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

67

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ’র গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ ২২ মে, সোমবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটি সাবেক সদস্য আসহাব রসূল চৌধুরী জাহেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাবিব উল্লাহ নাহিদ, যুব সংগঠক আছিফুর রহমান মুন্না, ফারুকুল ইসলাম অঙ্কুর, কাজী রাজেশ ইমরান, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমদ মোর্শেদ, মোসলেহ উদ্দিন আহমদ শিবলী, ওমর কৈয়ম তৈয়ব, কফিল উদ্দিন আহমদ, আলী রেজা পিন্টু, মোঃ সেলিম, আদনান মাহফুজ সজিব, গিয়াস উদ্দিন ছিদ্দিকী, এস.এম. মবিনুল হক মনিরাজ, আরিফ উদ্দিন, সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন পাবেল, শরীফ হোসাইন, নওশাদ আলম মুন্না, ইঞ্জি: শিবলী সাদেক সোহেল, সাঈদ রহিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে একরামুল হক রাসেল, ফররুক আহমদ পাবেল, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কবির আহমদ, মিন্টু কুমার দে, আবুল মনসুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির, কার্যনির্বাহী সদস্য কামরুল হুদা পাবেল, যুব সংগঠক মঈনুদ্দীন সুমন, শিবলু আহমেদ জামাল, সুজন গাজী, বখতিয়ার উদ্দিন, বিপ্লব দত্ত, তৌরাত হোসেন রাফি, নাসির উদ্দিন শাওন, আমির হামজা মামুন, মোর্শেদ ইমন মেহেদী, হাবিবুর রহমান রাজু, রবিউল হোসেন কায়েস, সামাদ বিন সুমন, আরিফ হোসেন টিটু, বাপ্পি দাশ, মোঃ রুবেল, আকাশ দাশ, খুরশিদ বাদশা, সাদ্দাম হোসেন, তানজিব আহসান জিবু, সজিবুর রহমান, আরিফ হোসেন টিটু, তৌহিদুল আলম সৈকত, দেলোয়ার হোসেন, ফরহাদ হক, সৈয়দ তুহিন প্রমুখ। বিক্ষোভ মিছিলটি নগরীর শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী রোডের সম্মুখ থেকে শুরু হয়ে বাওয়া স্কুল মোড়, ওয়াসা মোড়, গরীব উল্লাহ শাহ্ মাজার মোড় হয়ে পুনরায় এম এম আলী রোডে গিয়ে শেষ এবং প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Advertisement
spot_img
Advertisement
spot_img