দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জেসমিনা খানম, আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিস্কার করা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আজ ২১ মে রবিবার স্বাক্ষর করেন।
গত শুক্রবার নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সমনে বিএনপির গণ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশারফ হোসেনের সামনে সংর্ঘষ হয়।সংর্ঘষের কারনে দেখা দেয় সমাবেশে বিশৃংখলা।ঘটনার একদিন পর আজ রবিবার ৪ জনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিস্কার করা হলো।
গত ৩০ মার্চ মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহিলা দলের ১৩৬ সদস্য কমিটি ঘোষণা করা হয়।জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণার পরপরই নতুন কমিটিতে অবমূল্যায়নের অভিযোগে একযোগে পদত্যাগপত্রে সই করেন বিগত কমিটির সহ-সভাপতি জেসমিনা খানম ও শাহিদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সাংগঠনিক সম্পাদক গুলজার বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজিয়া বেগম বুলু, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আরজু নাহার মান্না, সহ-প্রচার সম্পাদক রোকসানা বেগম মাধু, শিক্ষাবিষয়ক সম্পাদক ফাতেমা কাজল, সদস্য নাছিমা আলম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা বেগম এবং সদস্য নার্গিস বেগম।কিন্তু সাবেক সাংগঠনিক সম্পাদক গুলজার বেগম ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজিয়া বেগম বুলু দেশে নেই।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে,গত তিন মাস আগে জেলী চৌধুরীকে সভানেত্রী করে কেন্দ্র একটি কমিটি চুড়ান্ত করে শুধু ঘোষনার অপেক্ষায় ছিলেন।কিন্তু তিন মাস পর তা পরিবর্তন হয়ে যায়।বর্তমান কমিটিতে পদ পদবিতে মানা হয়নি সিনিয়র জুনিয়র যোগ্যতা।এ কারনে দেখা দিয়েছে ক্ষোভ।ফেইজ বুকে চলছে এক জনের বিরুদ্ধে এক জন লেখা লেখি।
সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মণিকে বিশেষ বক্তব্যের জেরে দল থেকে তাঁকে একবার বহিষ্কার করা হলেও ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।