ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হওয়ার কথা মোদির নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
এ নিয়ে রাষ্ট্রপতি ভবনে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যে সেখানে এসে পৌঁছেছেন এস জয়শংকরসহ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিজেপি নেতা মুরলি মনোহর জোশি, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতনরাম মাঝি, আরএলডির প্রধান জয়ন্ত সিং চৌধুরীরা। তারা মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করেছেন। একটু পরই শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি।
এদিকে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন শাহরুখ খানসহ বলিউডের নামি তারকারা। এসেছেন মুকেশ আম্বানিও। সস্ত্রীক উপস্থিত হয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
বলিউড তারকাদের মধ্যে আছেন- অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, পরিচালক রাজকুমার হিরানিসহ আরও অনেকে। আজ যেন তারকাখচিত রাষ্ট্রপতি ভবন।
এর আগেই মোদি সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লিতে উপস্থিত হন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ।