অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে নিজ উদ্যোগে অংশ নিয়েছেলেন। বাহারি পোশাকে উৎসবের কয়েক দিন লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু এবার ভাবনার সেই পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করলেন অভিনেত্রী অঞ্জনা রহমান।

যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্ত্বা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি–কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই, সে আবার কিসের শিল্পী।’
ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।