স্বভাব
@ জিয়াউল হক ইমন
কারও স্বভাব প্রশংসায়, কারও নিন্দায়
উপকার কিংবা ক্ষতি করেও দিন যায়
কেউ ধরে খুঁত, কেউ থাকে সমালোচনায়
শোধরানোর সুযোগ দেয় কয়জনায়
ক্ষুদ্র ভুলভ্রান্তিতে লাগায় হট্টগোল
নিজের স্বার্থ হাসিলে সর্বদা মশগুল
আপনকে করে পর, পরকে আপন
দিন গেলেই বুঝা যায় আসল কোনজন
সুসময়ে দেয় না দাম, অসময়ে ডাকে
ততদিনে হারিয়ে যায় সে নতুন ঝাঁকে
যাচাই-বাছাই না করে শোনে কানকথা
প্রকৃতজনকে হারিয়ে দেখায় মর্মব্যথা
স্বভাব তোমার কখনও গরম, কখনও নরম
ভালো-মন্দ-সাফল্যে ব্যর্থতায় হয় মনোরম
সবার মাঝে রচিত হোক মানবিক স্বভাব
বৈষম্যহীন সম্প্রতির বন্ধন তারই জবাব
বুধবার, ২২ মে।