মানসী
@ নুজহাত ইসলাম
———-
আজ হাওয়ায় হাওয়ায় মাতামাতি
আকাশে রংধনুর সাতটি রং
আমায় বিবস করে ভালো লাগায়
আমি মেঘের ভেলায় উড়তে থাকি
তোমার ঠিকানা পাবো বলে —-
সন্ধ্যা তারা হয়ে যায় কপালের টিপ
মেঘ মেদুর আকাশ আমার ঘন কালো কেশ ,
বৃষ্টির ফোঁটা আমার স্নিগ্ধতার রেশ
সিঁদুরে মেঘ অধরের লালিমা।
এত সুন্দর কখনও লাগিনি বোধ হয়
ঈশ্বরের দান, আমার আরাধ্য প্রাণ–
নেই শোক নেই বেদনা নেই কান্না ,
আমি তারই মানস কন্যা
আমার যা কিছু দিয়েছ হে মহান
মাথা পেতে নিয়েছি সব;
করোনি তো অবহেলা
নয় কোন অনাদর
আমি তোমা মাঝে সব পেয়েছি
তুমিই অন্তর্যামী–
নেই কোন অতৃপ্তি হৃদয় মম
ভালবাসায় পরিপূর্ণ নারী
সমর্পিত তোমার সম্মুখে
আনতঃ নয়নে-
গ্রহন করো আমায়
আমি তোমারি পূজারী
আমার মুখ খানি তোমার চোখে দেখি
জন্ম জন্মান্তরের আমি মানসী।।