বুনে যাচ্ছে উষ্ণ সুখের পোশাক # নাসিমা হক মুক্তা

152

বুনে যাচ্ছে উষ্ণ সুখের পোশাক
# নাসিমা হক মুক্তা

Advertisement
spot_img

বসে আছে, কোনো কিছুতেই সরানো যাচ্ছে না
ফুলের মত ফুটছে
খেলছে নানান শাওন সৌন্দর্যে
বাতাসেও গরজে গরজে কান ছুঁচ্ছে
বুনে যাচ্ছে উষ্ণ সুখের পোশাক –

যেমন করে স্বচ্ছ আয়নায় মুখ হাসে
অনাদি মূলের অঞ্জলিগুলো
ভেসে উঠছে – পরিভ্রমণে,
থরোথরো কোষের নিচে!

ঐ মহাদেশে মানুষের সাথে মানুষ
বেঁচে থাকার তাপে- পাপের কেশরে প্রসব করে
কিছু দেবদারু,
কিছু শকুন
কিছু মানব
এই সৃষ্টি মানুষ ছাড়া আর কেউ করতে পারে না।

এর ভেতর থেকে যেদিন মনুষ্যত্ব টপটপ ঝরে
সেদিন এক একটি তারা খসে পড়ে
জীবন মাটি ফেটে চৌচির হয়ে -আফসোস ঝুলি
বলে ওঠে
এখানে কোনো জীবন নেই
আসলে এখানে তার মতো কিছুই ছিল না।

Advertisement
spot_img