সেদিন রাতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক খালিদ উদ্দিন এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৩০০ জনকে আসামি করা হয়েছে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, শুক্রবার রাতেই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোহেল রানা, গাজী সালাউদ্দীন, মো: আতাউর রহমান, মো: সেকেন্দার শেখ, মো: শাইখুল মোল্যা, মো: ওয়াহিদ শেখ, মো: রাসেল, রাব্বি চৌধুরী, মাহবুব গাজী, মনিরুজ্জামান মামুন, মো: রাজু শেখ, মো: আলিফ মিলন ও মো: রাসেল।
সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেফতার বন্ধসহ ১০ দফা দাবিতে শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।