হাটহাজারী খেলোয়াড় সমিতির আয়োজনে রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় রিলায়েবল ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে প্রত্যেকটি দলে দেশের সাবেক নামি দামি বরেণ্য খেলোয়াড়েরা খেলায় অংশগ্রহণ করবেন ঐ দিন থেকে সাবেক তারকা খেলোয়াড়দের মেলা হবে হাটহাজারী মাঠে, সকল কে মাঠে এসে খেলা দেখার অনুরোধ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক মোহাম্মদ জাফর।