মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়, দিনের ভোট রাতে হয়-কাদের সিদ্দিকী

52

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত কয়েক বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

Advertisement
spot_img

শনিবার (১২ আগস্ট) বিকাল চারটার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় জেলার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনো মনে করি না। ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গিয়েছিলাম।

তিনি নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে বলেন, নির্বাচন কমিশন বলেছে সকালে ব্যালট পেপার যাবে, রাতে ব্যালট পেপার যাবে না। সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।

কাদের সিদ্দিকী আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নাহলে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।

Advertisement
spot_img