আওয়ামী লীগের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় এতদিন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এইচটি ইমাম। তার মৃত্যুর পর এখন কার কাঁধে এ দায়িত্ব পড়বে, তা নিয়ে আওয়ামী লীগে নানা ধরনের আলোচনা রয়েছে। তবে দলটির একাধিক সূত্র বলছে, সমন্বয়কের দায়িত্ব পেতে পারেন তিন আমলা- সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
দলকে ডিজিটালাইজড করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকে কাজ করছে আওয়ামী লীগ। ইতোমধ্যে কয়েকটি জেলায় ডিজিটাল কক্ষ উদ্বোধন করে তৃণমূল ও কেন্দ্রের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এ কাজের সঙ্গে যুক্ত আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। সাবেক এই আমলা গত ৫ জানুয়ারি থেকে ধানমন্ডিতে দলের সাবেক নির্বাচনী সমন্বয়ক এইচটি ইমামের কক্ষে বসে কাজ করছেন। অন্যদিকে নির্বাচন পরিচালনার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে আবুল কালাম আজাদ ও ড. মোহাম্মদ সাদিককে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করেন, এই তিনজনকেই নির্বাচন পরিচালনা কমিটির নানা জায়গায় রাখা হতে পারে।
আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা। এতে সুনির্দিষ্ট ৯টি এজেন্ডার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির বিষয়েও আলোচনা অথবা সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন কোনো কোনো নেতা।
ক্ষমতাসীন দলের সভাপতিম-লীর এক সদস্য দৈনিক আমাদের সময়কে বলেন, ‘তিনজন নানা বিষয়ে বিশেষজ্ঞ। তারা প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে এসেছেন। তাদের এই অভিজ্ঞতা কাজে লাগাতে দলের নির্বাচন পরিচালনা কমিটিতে আনার আলোচনা আছে।’