আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে ছাত্রদলের কয়েকজন নেতা জানিয়েছেন, আজ সন্ধ্যায়ও রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসেছিলেন শ্রাবণ। তাকে দেখে অসুস্থ মনে হয়নি। শ্রাবণকে ‘পলিটিক্যাল সিকনেস’ বা ‘রাজনৈতিক অসুস্থতা’ দেখিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেশে রাজনীতির এই সংকটকালে ছাত্রদলের সর্বোচ্চ পদ থেকে শ্রাবণকে কেন সরিয়ে দিল বিএনপি, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা চলছে।