এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ ব্যাচের শিক্ষার্থী। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে গাইনি অ্যান্ড অবস বিভাগে অধ্যয়নরত ছিলেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমিনা দেওয়ান মিশুর পরিবার
তিনি জানান, গত ২৬ জুলাই জ্বর হলে পরীক্ষায় আলমিনা দেওয়ান মিশুর ডেঙ্গু ধরা পড়ে। শুরুতে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থা খারাপ হলে নেওয়া হয় এভার কেয়ারে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিন-চার দিন আগে এভার কেয়ার থেকে জানানো হয় ব্রেন ডেড। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যোগ করেন অধ্যাপক ডা. এম এ মান্নান।
এদিকে ডেঙ্গুতে এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার এক শোকবার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।