যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে কয়েকজনকে বৌদ্ধ শিক্ষার্থীও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
যুক্তরাজ্যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলো হতে বাংলাদেশী এই শিক্ষার্থীরা কৃতিত্বের সহিত গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
কৃতি শিক্ষার্থীরা হলেন, চৈতি বড়ুয়া University of Arts London হতে Interior and Spatial Design বিষয়ে ১ম বিভাগ নিয়ে BA(Hons.) পাশ করেছেন। চৈতির পিতা তুষার কান্তি বড়ুয়া ও মাতা ভারতী বড়ুয়া এবং গ্রামের বাড়ী আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে।
নিটু বড়ুয়া Imperial College London হতে Engineering & Electronics বিষয়ে ১ম বিভাগ নিয়ে কৃতিত্বের সহিত BSc(Hons.) & MSc পাশ করেছে। নির্মল বড়ুয়া ও টকি বড়ুয়ার সন্তান নিটু বড়ুয়ার গ্রামের বাড়ী রাউজান উপজেলার আবুরখীল গ্রামে।
অংকন বড়ুয়া University of London এর Queen Mary University হতে Mechanical Engineering বিষয়ে সফলতার সাথে ১ম বিভাগ নিয়ে BSc (Hons.) & MSc পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তুষার কান্তি বড়ুয়া ও ভারতী বড়ুয়ার সন্তান অংকন বড়ুয়ার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে।
অর্ণব বড়ুয়া চৌধুরী London South Bank University হতে সফলতার সাথে Civil Engineering বিষয় নিয়ে BSc (Hons.) পাশ করেন। দেব প্রসাদ চৌধুরী (অপু) ও সোমা বড়ুয়া চৌধুরীর সন্তান অর্ণব বড়ুয়া চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান উপজেলার হিংগলা গ্রামে।
উছলা মার্মা Brighton University হতে আইনের International Law and Social Justice বিষয় নিয়ে Degree of Master of Laws (মাস্টার্স) পাশ করেছেন। শাজাইন প্রু মার্মা ও চিং বোয়াং খাই মার্মার সন্তান উছলার পৈতৃক নিবাস রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি গ্রামে।
Bangladesh Buddhist Council UK এর সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া চৌধুরী বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে বৌদ্ধদের সংখ্যা অনেক কম কিন্তু শিক্ষা, সংস্কৃতি কোন কিছুতেই পিছিয়ে নেই। তিনি অভিভাবকদেরও ধন্যবাদ জানান, সুশিক্ষা দিয়ে সুসন্তান গড়ে তুলতে তাঁদের অবদানের জন্য।