রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সেমিনার

88

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে চিটাগাং ক্লাবে রোটারী ঘোষিত মেম্বারশীপ এন্ড নিউ ক্লাব ডেভেলপমেন্ট মাস উপলক্ষে ৫ আগষ্ট, ২০২৩ ইং সেমিনারের আয়োজন করা হয়।

Advertisement
spot_img

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভাপতি মোঃ জামালউদ্দিন সিকদারের সভাপতিত্বে এতে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পিপি দেবদুলাল ভৌমিক, জেনারেল সেক্রেটারী চট্রগ্রাম প্রেস ক্লাব এবং সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী,চার্টার প্রেসিডেন্ট এবং ডিস্টিক্ট লার্নিং ফেসিলিটেটর টিম মেম্বার মোঃ শাহাজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ডেপুটি
গর্ভনর পিপি শহীদুল ইসলাম চৌধুরী, এসিসট্যান্ট গর্ভনর পিপি ইঞ্জিঃ আমজাদ হোসেন, পিপি ডাঃ আকবর হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোঃ সালাহউদ্দিন,সেক্রেটারী মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা আফরিন, রোটারিয়ান
ইকরাম পাশা, রোটারিয়ান মোহাম্মদ দিদারুল আলম, রোটারিয়ান সাজ্জাদ হোসেন,
রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা, রোটারিয়ান শওকত আকবর, রোটারিয়ান ফারিয়া তাবাস্সুম চৌধুরী, রোটারিয়ান মোঃ ইউসুফ আলী রোটারিয়ান শেখ ফরিদ,রোটারেক্ট শিহাবউদ্দিন, ফয়জুল, নাঈম হাসান, ইফতি, কাউছার, অর্পণ প্রমূখ।

বক্তারা আরো বলেন, আগষ্ট মাস হচ্ছে রোটারী ঘোষিত মেম্বারশীপ এন্ড নিউ ক্লাব ডেভেলপমেন্ট মাস। প্রত্যেকটা সংঘটনের জন্য সদস্য হচ্ছে প্রান,
সদস্য ছাড়া একটি সংঘটন কল্পনাও করা যায় না, সারা বিশ্বে বর্তমানে ১.৪ মিলিয়ন রোটারীয়ান আছে।

বক্তারা আরো বলেন প্রত্যেক সদস্য অন্তত একজন করে সদস্য অর্ন্তভুক্ত করবেন, সমাজের আলোকিত মানুষ যারা রয়েছেন তাদেরকে আহবান জানান রোটারী অংশগ্রহন করার জন্য। জীবন পরিবর্তনে রোটারী যে উদ্যোগ গুলো নিয়েছে সে উদ্যোগ গুলো সম্পর্কে তাদেরকে অবগিত করার জন্য এবং মানব সেবার এই
আন্দোলনে সম্পৃক্ত করার জন্য।

Advertisement
spot_img