বৃষ্টি ও প্রেম
@ নাসিমা হক মুক্তা
বেশ উথালি উঠছে – পুঁটিমাছের ছাঙ
বৃষ্টির মত – চোখ দুটো থই খেলছে
বিস্তৃত দিগন্তে!
উজাড় হচ্ছে পুচ্ছ থেকে পুচ্ছ চুমুকের দলা
সবুজ অমৃতে ঘা হয়ে ফুঁড়েছে – গামছা কোমর বেঁধে।
হে রবিঠাকুর-
আজ খুব ইচ্ছে করছে – শ্রাবণ জলে ভেসে দেই
মন দুর্ভিক্ষের যত উনুন
তার উপরে চড়িয়ে রাখি- সব টুপটাপ দমকল
বাতাসে বাতাসে জলবৃষ্টিতে ধুয়ে যাক- তুমি, আমি ও দূরাগত আটপৌর
এসো এমন ধারায় – খুলে নাও কাঁচের চুড়ি
আলগা হোক – হাঁটুজল
কাঁচালঙ্কায় জিহ্বা পুড়ে – ভিজিয়ে তুলি জোড়াশালিকের প্রেম!