আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের ষোলশহর ২ নং গেইট,মুরাদপুর,বহদ্দারহাট , বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় নগরের বেশিরভাগ এলাকার নালাগুলো দিয়ে পানি যথাযথভাবে নামতে পারে না। একারণে অল্প বৃষ্টিপাতে জলাবদ্ধতা চট্টগ্রামের নিয়মিত ঘটনা।
চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। একারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিনদিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।