মেক্সিকোতে একট যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ভারত ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকাশ দেশগুলোর নাগরিকসহ অন্তত ৪২ জন যাত্রী ছিল। দেশটির প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটি উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে মহাসড়ক থেকে খাদে পড়ে ১৮ জন প্রাণ হারান। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে বেশিরভাগ বিদেশি যাত্রী ছিলেন। তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।
গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটেছিল। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের বহনকারী একটি বাস মধ্য মেক্সিকোতে দুর্ঘটনার কবলে পড়ে ১৭ জন নিহত হয়।