গত ২৯, জুলাই, ২০২৩ এ বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রাবাড়ী, কদমতলী, এবং ডেমরা থানায় দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আজ দুপুর ১টায় জামিন শুনানি শেষে মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার পথে ডিবি পুলিশ বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক, ঢাকা ৪,৫ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমার বাবা আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ এবং তার গাড়ির চালক সহ মোট ৭ জনকে আটক করে নিয়ে যায়। অন্যরা হলেন মোঃ শাহিন, সদস্য সচিব ৬২ নং ওয়ার্ড বিএনপি, শাহআলম মুন্সী, সাবেক যুগ্ন আহ্বায়ক, ৬২ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আবির হোসেন মনির, সদস্য, আহ্বায়ক কমিটি ৬২ নং ওয়ার্ড বিএনপি, মোঃ নিয়ামুল হক, সাবেক যুগ্ন আহ্বায়ক, ৪৮ নং ওয়ার্ড বিএনপি, মোঃ নয়ন, সাবেক সদস্য, আহ্বায়ক কমিটি ৪৮ নং ওয়ার্ড বিএনপি, এবং গাড়ি চালক কাজল। আটক করে নিয়ে যাওয়ার পর থেকে তাদের মোবাইল ফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না।