আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন দূত  

73

ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক চলছে।

Advertisement
spot_img

পিটার হাস বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে যান। তাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রতিনিধি দল।

এর আগে মার্কিন দূতের সঙ্গে বৈঠক করতে সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তাও আছেন বৈঠকে।

আসন্ন দ্বাদশ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত।
এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে তিনি একাধিকবার সৌজন্য সাক্ষাৎ করছেন। বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

Advertisement
spot_img