ডেঙ্গু মোকাবেলায় ড্যাবের লিপলেট বিতরণ

127

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও ড্যাব চট্টগ্রাম’র প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহামারী ডেঙ্গু মোকাবেলায় এবং ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা দিতে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন, সামান্য বৃষ্টিতে নগরীর জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন নগর, ময়লা আবর্জনা পরিষ্কারে সীমাহীন ব্যর্থতার কারনে আজ সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারন করেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে ডেঙ্গু চিকিৎসায় বাড়তি খরচের কারনে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারি হাসপাতালের মেঝেতেও মানুষের ঠাঁই হচ্ছে না। নিন্ম আয়ের এবং মধ্যবিত্ত পরিবার ডেঙ্গু চিকিৎসায় হিমশিম খাচ্ছে।

Advertisement
spot_img

তিনি বুধবার (২ আগষ্ট) দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম’র উদ্যোগে ডেঙ্গু মোকাবেলা ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর প্রবর্তক মোড় এবং আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

ড্যাব চট্টগ্রাম’র ডেঙ্গু মোকাবেলা ও প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ড্যাব চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন।বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি ডা. কাজী মাহবুব আলম, চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসাইন, ড্যাব চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ডা. ইমরান হোসেন, দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ মইনুদ্দিন, চমেক শাখার সহ সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন, চমেক ছাত্রদলের আহ্বায়ক ডা. সাদ্দাম হোসেন, ড্যাব নেতা ডা. জাহেদুল আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ স্বাস্হ্য বিষয়ক সম্পাদক, ডা. মহসিনুল আজাদ জায়েদ, ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. গিয়াস উদ্দীন নয়ন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সহ দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, নগর ছাত্রদল নেতা আলাউদ্দিন আলো, সুজন দাশ, সুমন ঘোষ, মামুন, ইউএসটিসি ছাত্রদল নেতা হাবিবুল করিম তানিম,মো. সাঈদ, আলামিন নূর,তাসরিফ ইবনে সৈারভ,তাওসিফ, আসাদ প্রমূখ।

Advertisement
spot_img