ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।বুধবার (২ আগস্ট) বিকালে ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে।
বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে ছাত্র ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা টিএসসির দিকে যাচ্ছিল। মিছিলটি টিএসসির মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে এর গতিরোধ করে। পরে নুরের ওপর হামলা চালান তারা। এর আগে, টিএসসিতে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় নুরের ওপর হামলা করে তাকে কিল-ঘুসি এবং লাথি মারতে দেখা যায়। পরে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে সেখান থেকে চলে যান।