নেতা কর্মীদের ফেলে  হঠাৎ কেন দৌড় দিয়েছিলেন, জানালেন টুকু

64

 

Advertisement
spot_img

সুলতান সালাউদ্দিন টুকুর হঠাৎ দৌড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই দৌড়ের বিষয়ে একটি ব্যাখ্যা দেন তিনি।

টুকু বলেন, আমি সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জায়গাতেই অবস্থান করেছি। যখন পুলিশ গুলি করে, তখন আমরা একটা সাইড নিয়েছি। একটা সাইডে পাল্টা অবস্থান নিয়ে হামলাকে মোকাবিলা করেছি। মাঠে যখন পুলিশ গুলি করে তখন একটা সাইড নিতে হয়, অবস্থান নিতে হয়। আমরা সেই অবস্থান নিয়েই পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছি।

তিনি বলেন, সেদিন পুলিশ গুলি করায় আমরা নেতাকর্মীদের নিয়ে একটু সাইডে অবস্থান নিয়েছি এবং পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, গ্রেপ্তার করলে কর্মীদের মনোবল ভাঙে না, বরং এমন গ্রেপ্তারের পর সহযোদ্ধাদের মুক্তির জন্য নেতাকর্মীরা আরও স্প্রিড নিয়ে মাঠে নামে।

তিনি বলেন, আমাদের পিছু হটার কোনো পথ নেই। এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলনে মাঠে থাকা নেতাকর্মীদের দিন দিন বাড়বেই ইনশাল্লাহ। জনস্রোত দীর্ঘায়িত হবে এবং জনস্রোতের ঢেউয়ে এই সরকারের পতন হবে।

টুকু আরও বলেন, আমাদের ওপর হামলার পর নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা যৌথভাবে পুলিশ ও আওয়ামী লীগের হামলাকে মোকাবিলা করেছে। হামলার পর আজকের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিই প্রমাণ করে তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা সফল হব। ইনশাল্লাহ এই সরকারের পতন হবে।

Advertisement
spot_img