চট্টগ্রামের তাজিয়া মিছিল

52

চট্টগ্রামে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শনিবার (২৯ জুলাই) নগরের ঝাউতলা, ওয়ারল্যাস মোড়সহ বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা মিছিলে অংশ নেন।

Advertisement
spot_img

দুপুর সাড়ে ৩টা থেকে ঝাউতলা মোড় থেকে বের হয় তাজিয়া মিছিল। শুরুতেই দেখা যায় রংবেরঙ এর কাগজ ও কাঠের তৈরি বিভিন্ন আকৃতির মিনার। কারবালার ইতিহাস স্মরণ করিয়ে দিতে যুগ যুগ ধরে এসব প্রতিকৃতির ব্যবহার করছে শিয়া মতাদর্শের ধর্মপ্রাণ মুসলিম ধর্মালম্বীরা।

তবে, বিশেষ শোভা পেয়েছে শহিদ ইমাম হাসানের ঘোড়া ও সেই প্রতিকৃতিকে ঘিরে লাঠি, তলোয়ার নিয়ে প্রতীকি যুদ্ধ। অনেকে আবার মুখের ভেতর কেরসিন নিয়ে দেখাচ্ছে আগুনের খেলা। আবার অনেকে ঢোল পিটিয়ে তাল তুলছে তাজিয়া মিছিলে।

প্রতি বছর ঝউতলার বিহারী সম্প্রদায়ের এই মিছিল পালিত হয় নানান আড়ম্বরে। তবে ৩০ তারিখে উপ-নির্বাচনকে ঘিরে এই বছর পালিত হয়েছে কিছুটা ছোট পরিসরে।

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে দিনটি বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকরূপে দিনটি বিশেষ আয়োজনে পালন করে মুসলিম বিশ্ব।

 

Advertisement
spot_img