চট্টগ্রামে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শনিবার (২৯ জুলাই) নগরের ঝাউতলা, ওয়ারল্যাস মোড়সহ বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা মিছিলে অংশ নেন।
তবে, বিশেষ শোভা পেয়েছে শহিদ ইমাম হাসানের ঘোড়া ও সেই প্রতিকৃতিকে ঘিরে লাঠি, তলোয়ার নিয়ে প্রতীকি যুদ্ধ। অনেকে আবার মুখের ভেতর কেরসিন নিয়ে দেখাচ্ছে আগুনের খেলা। আবার অনেকে ঢোল পিটিয়ে তাল তুলছে তাজিয়া মিছিলে।