সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিএনপি ছাড়াও তার শরিকদল গুলো এই কর্মসূচি পালন করবে।
এখনো পর্যন্ত কোথাও বিএনপির অবস্থানের খবর পাওয়া যাইনি।আওয়ামিলীগ তাদের অবস্থান বাতিল করলেও পাহারা বসিয়েছে পুলিশের সঙ্গে।
রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে অবস্থান নিবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান। গাবতলী এস এ খালেক বাস স্টেশন সামনে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়া বাজার মোড়ে অবস্থান নিবে। যেখানে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যাত্রা বাড়ি হানিফ ফ্লাই ওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ মোড়ে থাকবেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
যুগৎ শরিক গণতন্ত্র মঞ্চ অবস্থান নিবেন মিরপুর মাজার রোডে, ১২ দলীয় জোট চট্টগ্রাম রোড দনিয়া কলেজের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে, জাতীয়তাবাদী সমমনা জোট চট্টগ্রাম রোড সাইনবোর্ড এলাকায়, উত্তর আজমপুর বাস স্টেশন সংলগ্ন, গাবতলী টেকনিক্যাল মোড় ও যাত্রা বাড়ি মোড়ে থাকবে এলডিপি, উত্তর আজমপুর ওভার ব্রীজ সংলগ্ন ও চট্টগ্রাম রোড শনির আখড়া ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় থাকবে গণ অধিকার পরিষদ, চট্টগ্রাম রোড সাইনবোর্ড সংলগ্ন এলাকায় থাকবে এনডিএম।
প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আন্দোলন নামে কাউকে পথ আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।