নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন, ভিড় করতে মানা

74

বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে বিপুল সংখ্যক পুলিশকে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‌‘শুক্রবার মহাসমাবেশের আগে কেউ এই কার্যালয়ের সামনে ভিড় করবেন না।’

Advertisement
spot_img

জানা গেছে, সাদা পোশাকের পুলিশও অবস্থান নিয়েছে নয়াপল্টনের অলিগলিতে। নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির কোনো নেতাকর্মীকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। যে-ই আসছেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে নয়াপল্টন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement
spot_img